জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তৃতীয় লিঙ্গের আরিফা ইয়াসমিন ময়ূরী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আঞ্জুমান আরা হেনাকে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাঈদা আক্তারকে সহ-সভাপতি, হাছিনা বেগম সাধারণ সম্পাদক এবং তৃতীয় লিঙ্গের আরিফা ইয়াসমিন ময়ূরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দলের কাউন্সিল সদস্যরা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি ছাড়াও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরিফা ইয়াসমিন ময়ূরী জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তার মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি আমাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মানিত করেছেন। এদেশে আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই স্বীকৃতির উপহার স্বরূপ আজ আমি জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি। যারা আমাকে এই পদে নির্বাচিত করে সম্মানিত করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আমাদের তৃতীয় লিঙ্গের মানুষের কল্যাণে আমি কাজ করবো।
বিডি প্রতিদিন/এ মজুমদার