নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে গিয়ে এক ঘণ্টার ব্যবধানে আবার পুলিশের হাতে ধরা পড়েছেন একটি মামলার সন্দেহভাজন আসামি সবুজ (৩৪)।
শনিবার দুপুরে বন্দর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। আসামি সবুজ বন্দর রেললাইন এলাকার ইসমাইল সরদারের ছেলে।
বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, একটি হত্যা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শুক্রবার দিবাগত রাতে সবুজকে রেললাইন এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে ফাঁড়ির হাজতের জানালার রড ভেঙে পুলিশের চোখে ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আমি জোহরের নামাজে ছিলাম, নামাজ শেষ করে হঠাৎ চিৎকার হৈ চৈ শুনে মসজিদ থেকে বের হয়ে ঘটনা জানতে পারি এবং তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। তাকে একটি চুরির মামলায় আদালতে পাঠানো হয়েছে।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানতে পেরেছি, এখানে পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন