নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে হত্যা, ডাকাতি ও একাধিক মামলার আসামি জাবেদ বেপারী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে ডিবি পুলিশের এস আই আরিফুর রহমান এ তথ্য জানান। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর আল-আমিন নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জাবেদ বেপারী (৩৭) আল-আমিন নগর এলাকার খালেক বেপারীর ছেলে, হৃদয় হোসেন (২২) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ও মো. সালমান আহমেদ (৩৩) ফতুল্লা ধর্মগঞ্জ এলাকার নাছির উদ্দিনের ছেলে।
ডিবির এসআই আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সদর উপজেলার আল-আমিন নগর এলাকায় মাদকের একটি চালান প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক বিক্রেতা জাবেদ বেপারী এবং তার সহযোগী হৃদয় ও সালমান আহমেদকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ২০০ বোতল ফেন্সিডিল ও ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, জাবেদ বেপারী সদর মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন