নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় অটোরিকশার চাপায় নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার দুপুরে বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
নিহত নজরুল ইসলাম তমিজ উদ্দিন সিকদারের ছেলে এবং সোনাকান্দা এলাকার শহর আলীর বাড়ির ভাড়াটিয়া।
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক অটোরিকশা ও চালককে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন