২৬ অক্টোবর, ২০১৯ ২০:৫৪

টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং দিবস উদযাপিত

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সারা দেশের ন্যায়  কক্সবাজারের টেকনাফে কমিউনিটি পুলিশিং দিবস অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় টেকনাফ মডেল থানার আয়োজনে একটি র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গনে এসে মিলিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে ও টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র হাজী মো. ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, মুুফতি কেফায়েত উল্লাহ, মডেল থানার অপারেশন পরিদর্শক রাকিবুল ইসলাম খান, পৌর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোহাম্মদ আলম বাহাদুর, সাধারণ সম্পাদক নুরুল হোসাইন, হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সাবরাং ইউনিয়নের সভাপতি মীর আহাম্মদ, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, বাহারছড়া ইউনিয়নের সভাপতি আজিজ উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় সারা দেশের ন্যায় টেকনাফও অভিযান অব্যাহত রয়েছে। অবৈধপথে টাকা আয় করে কেউ শান্তিতে থাকতে পারেনি, পারবেও না। আত্মসমর্পণের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ভালোর পথে ফিরিয়ে আসার সুযোগ রয়েছে। স্বেচ্ছাসেবী হিসেবে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের কাজ করতে হবে। কমিউনিটি পুলিশিং কমিটিতে কোনো অপরাধীর স্থান যাতে না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

সন্ধ্যায় কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের নিয়ে থানা প্রাঙ্গণে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর