মাদারীপুরের শিবচর কাঁঠালবাড়িতে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান উল্টে চালকের সহকারী হেল্পার মারা গেছেন। গাড়ির মধ্যে আটকে পড়া নিহত হেল্পারকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে শিবচর ফায়ার সার্ভিস। তবে নিহতের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শী, শিবচর থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভাঙা থেকে কাঠালবাড়ি ফেরি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে কাভার্ডভ্যানটি। এটি দোতারা এসে পৌছালে সকাল সাড়ে ৮টার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের হেলপার মারা যান। এসময় চালকসহ কাভার্ডভ্যানে থাকা অপর এক যাত্রী আহত হন। পরে চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কাভার্ডভ্যান খাদে পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়েছে। হেল্পার ঘটনাস্থলেই মারা গেছেন। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ