চুয়াডাঙ্গায় মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ সমাবেশের আয়োজন করে। সোমবার বিকালে চুয়াডাঙ্গা দৌলৎদিয়াড় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও চুয়াডাঙ্গার কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম ইসরাফিল।
সমাবেশে ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা কম। এজন্য পুলিশের কাজের সাথে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাই। পুলিশের পক্ষ থেকে জনগণকে সেবা দিতে হলে জনগণের সহযোগীতা নিতে হবে।
তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। গত ১০ বছরে পৃথিবীর যে দু’তিনটি দেশ এগিয়ে গেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। মাদক কিছুটা হলেও উন্নয়নের অন্তরায়। একটি পরিবারে একজন মাদকসেবি থাকলে ধরে নিতে হবে সেই পরিবার কোনোক্রমেই সুখি পরিবার হতে পারে না। তাছাড়া মাদকসেবির সন্তান বিকলাঙ্গ হওয়ার আশংকা থাকে।
যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন, যুবক বয়সে কেউ মাদক সেবন করলে তার পক্ষে সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। পরীক্ষা-নীরিক্ষায় ধরা পড়ে যাবে। সেক্ষেত্রে তার চাকরি হবে না। দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলকেই মাদক থেকে দূরে থাকতে হবে।
বিডি প্রতিদিন/হিমেল