ফরিদপুরের চরভদ্রাসনে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও চরভদ্রাসন সমবায় বিভাগ।
‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ শ্লোগানকে ধারন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রওশন আরা পারভীন ও বিভিন্ন সমবায়ের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল