৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯ টায় শহরে র্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কার্যালয় ও সদর উপজেলার সমবায়ীদের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় ব্যাংক লি: বগুড়ার চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা (উপ নিবন্ধক) নুরুন্নবী, টিএমএসএস এর নির্বাহি পরিচালক ড. হোসনে-আরা বেগম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান, সমবায় সমিতির প্রতিনিধি আব্দুল বারী, ববি আক্তার, জাহাঙ্গীর আলম।
আলোচনা সভা শেষে সমবায়ে বিশেষ অবদানের জন্য বগুড়া সমবায় ব্যাংক লি: এর চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলুসহ শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান ও সমবায়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক পপি রানী সাহা ও আশিকুর রহমান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন