দিনাজপুর ঘোড়াঘাটে ৫টি দোকান ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১১টায় ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী বাজারের সোহেল রানার ভুসি মালের দোকান ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ঐ আগুন থেকে অপর দোকান মালিক আবু সাঈদ, জাহিদুল ইসলাম, মোস্তফা কামাল (লিংটন) ও বিমল চন্দ্রের সেলুনের দোকানসহ ৫টি দোকান ঘর পুরে ভস্মীভূত হয়।
বাজার ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪টি ভুসি মালের দোকানসহ ৫টি দোকনের প্রায় ১০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক