নগরের কোতোয়ালী থানাধীন সার্সন রোডে বহুতল ভবন থেকে পড়ে লাকি আক্তার (৩৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সার্সন রোডের মুখে সাততলা ভবন ‘সানমার ভ্যালেন্সিয়া’ এর ছাদ থেকে পড়ে ওই গৃহকর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাকি আক্তার ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বলেন, ওই গৃহকর্মী একটি কার্পেট রোদে দিতে ছাদে গিয়েছিলেন। ভবনের ছাদের সংযোগস্থলের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভবনের নিরাপত্তাকর্মীর কাছ থেকে খবর পেয়ে বেলা সাড়ে এগারটার দিকে পুলিশ গিয়ে লাকির লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।
বিডি-প্রতিদিন/শফিক