পটুয়াখালীর কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে পরিত্যক্ত অবস্থায় প্রায় এক হাজার কেজি জাটকা জব্দ করেছে পুলিশ। রবিবার বেলা ১১টার দিকে কুয়াকাটা নৌ-পুলিশ এসব জাটকা জব্দ করে।
কুয়াকাটা নৌ-পুলিশের ইনচার্জ কামরুল ইসলাম জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে মহিপুরের রোজিন ফিসসহ বিভিন্ন স্পট থেকে এসব জাটকা জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোচ কুমার সাহা ও মহিপুর থানার ওসি সোহেল আহম্মেদের উপস্থিতিতে এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস জানান, জদ্ধ করা এসব জাটকা এতিখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব