বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও জাতীয় চার নেতা হত্যাকাণ্ড একই সুত্রে গাথা। যারা দেশের মঙ্গল চায় নি, দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করেছিল তারায় বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার ইতিমধ্যেই শেষ হয়েছে। জাতীয় চার নেতা হত্যার সাথে যারা জড়িত দেশে বিদেশে যেসব খুনি লুকিয়ে আছে দেশে ফিরিয়ে এনে তাদের শাস্তি কার্যকর করা হবে।
তিনি রবিবার জেল হত্যা দিবস পালন উপলক্ষে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী মন্ডল, সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী, নারচী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান উল্লাহ বাদশা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদীকা শাহিনুর বেগম, কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম দুখু, ছাত্রলীগের নেতা সোহান সাগর। পরে আব্দুল মান্নান এমপি সারিয়াকান্দি ডিগ্রী কলেজের সভাপতি হিসেবে ম্যানেজিং কমিটির সভায় যোগ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার