বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেডের ওপর চাঁদার দাবিতে হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে রবিবার নারীরা ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা করেছে। পাশাপাশি এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।
বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার বাদশার পুত্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড এর নিকট মুখচেনা কতিপয় ব্যক্তি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার আওয়ামী লীগ নেতা কমরেডকে লাঞ্ছিত করার পাশাপাশি প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।
এ বিষয়ে কমরেড বাদী হয়ে সদর ইউনিয়নের সুজাইতপুর গ্রামের মৃত বাচ্চুর পুত্র গোলাম রব্বানী মিন্টু (৪৮), আশরাফের পুত্র শহীদ (৩০), সাঈদ (২৮), আব্দুর রশিদের পুত্র হারুন (২৫) ও সোলেমান আলীর পুত্র পাভেল (৩০) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা নবীন আনোয়ার কমরেড জানান, অভিযুক্ত ব্যক্তিরা তার নিকট চাঁদা হিসেবে প্রতি মাসে তার নিকট ৫০ হাজার টাকা দাবি করে আসছিল।
বগুড়ার সোনাতলা থানার ওসি (তদন্ত) মো. জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের কথা স্বীকার করেন। এ ছাড়াও তিনি আরও বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
অপরদিকে, রবিবার সন্ধ্যায় নারীরা ঝাড়ু মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে স্থানীয় সোনালী ব্যাংক মোড়ে আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সোনাতলা পৌরসভার প্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের, অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য নাজিম উদ্দিন লাজু, কমিশনার নিপুন আনোয়ার কাজল, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ, পৌর যুবলীগের সভাপতি নাহিদ হাসান জিতু প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব