নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কমিউনিটি পুলিশের উদ্যোগে মাদক বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নং ওয়ার্ডের দক্ষিণ এনায়েত নগর প্রাথমিক বিদ্যালয়ে এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদক জঙ্গিবাদ-সন্ত্রাস ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা মূলক বক্তব্য রাখেন আগত অতিথিরা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন দৈনিক সংবাদের চিফ রিপোর্টার আব্দুস সালাম জুবায়ের।
নাসিক ৮নং ওয়ার্ড (দক্ষিণ) কমিউনিটি পুলিশের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওয়াহিদ আলমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মোঃ শাহ আলম, ৮ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ শাহ আলম, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা কাজী মোহাম্মদ মহসীন, সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি হোসেন চিশতী শিপলু, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার লুৎফর রহমান কাকন, দৈনিক আমাদের সময়ের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমরান আলী সজীব, ৮নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সাউদ, নাসিক ৮ নং ওয়ার্ড দক্ষিণ কমিউনিটি পুলিশের সহ-সভাপতি নাজির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিভিন্ন রকম সচেতনা মূলক বক্তব্য প্রদান করেন। পরে অনুষ্ঠানের দর্শক সারিতে বসে থাকা বিভিন্ন অতিথিদের কয়েকজন মাদক ইভটিজিংয়ের বিষয়ে বিভিন্ন রকম সমস্যা তুলে ধরেন প্রধান অতিথির কাছে।
প্রধান অতিথির বক্তব্যে ওসি কামরুল ফারুক বলেন, ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। যারা ইভটিজার তাদের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে ইভটিজিংয়ের যে কোন বিষয়ে আমাদেরকে অবহিত করেন আমরা ইভটিজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
সর্বোপরি মাদক। মাদক বর্তমানে সমাজের একটি বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন প্রশাসন কখনোই কাউকে ছাড় দেয় নি। বর্তমানে প্রধানমন্ত্রী নিজেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। দেশব্যাপী তা চলমান রয়েছে আপনারা দেখছেন। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী মাদক সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেখানে কারোর সুযোগ নেই অপরাধ করার মাদক ব্যবসা করার সন্ত্রাসী করারও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত থাকার। আজকে বাংলাদেশ থেকে যেভাবে জঙ্গিদেরকে নির্মূল করা হয়েছে পৃথিবীর অনেক উন্নত দেশেও তা এতটা সহজে করা সম্ভব হয়নি। পৃথিবীর অনেক উন্নত দেশ বাংলাদেশ থেকে জঙ্গি নির্মূলের বিষয়ে জানতে চায়। কিভাবে বাংলাদেশ এত সহজে জঙ্গিদের নির্মূল করতে পেরেছে। সুতরাং কেউ কোন অপরাধ করে আর পার পাওয়ার সুযোগ নেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার