কান্না জড়িত কন্ঠে ছেলে মামুন(৩২) বাবাকে না পেয়ে মা’র ফোনে বলে, 'মা আমাকে দুই লাখ টাকা দিয়ে ছাড়িয়ে নাও, ওরা আমাকে মেরে ফেলবে। টাকাটা নিয়ে কখন আসবে, দেরি হলে ওরা যে আমাকে রাখবে না। মা বলে বাবা কি হইছে, ছেলে বলে ওসব পরে জেনো, এখন বাবাকে একটু বুঝিয়ে বলো টাকা নিয়ে আসতে, আমার খুব বিপদ।' ঠিক এভাবেই কথাগুলো বলছিলেন অপহরণ চক্রের হাতে আটক মুজা ব্যবসায়ী ফেলা মামুন বেপারি। নিহত মামুন ফরিদপুর জেলা ভাঙ্গা থানার কামার কান্দা গ্রামের হামেদ বেপারীর ছেলে।
জানা যায়, টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর ভরান মসজিদ এলাকায় ভাড়া বাসায় থেকে গাজীপুর জয়দেবপুর চৌ-রাস্তা এলাকায় মুজার ব্যবসা করতেন মামুন। ঘটনার দিন শনিবার সকাল ন’টায় প্রতিদিনের ন্যায় জয়দেবপুর চৌ-রাস্তায় ব্যবসায়ীক কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বাটা গেটের সামনে পৌঁছলে একদল অপহরণ চক্র তার গতিরোধ করে গাড়িতে তুলে নেন। পরে তার কাছে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হলে তাকে বিভিন্নভাবে নির্যাতন করে মেরে গাজীপুর কড্ডা পাওয়ার প্লান্ট এর সামনে কাঁচা রাস্তার উপরে ফেলে রাখা হয়।
খবর পেয়ে বাসন থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন। পরে নিহতের পিতা হামেদ বেপারি বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে নিহতের পিতা হামেদ বেপারি বলেন, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সাখওয়াত ইমতিয়াজ বলেন, আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।
বিডি-প্রতিদিন/শফিক