রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়। শিক্ষা, সংস্কৃতি ও বিনোদনে সমৃদ্ধ হলেও বিদ্যালয়ে সুবিশাল খেলার মাঠ ছিলো হাটের দখলে। খেলার মাঠটি ফাঁকা করতে দিনের পর দিন শিক্ষার্থীসহ এলাকার মানুষ চেষ্টা করেও ব্যর্থ হয়।
দীর্ঘ ১৮ বছর পর স্থানীয় এমপি এনামুল হক রবিবার বিকালে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের মধ্যদিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার জনসাধারণের খেলার জন্য মাঠটি উদ্ধার করলেন। মাঠটি উদ্ধারের পর সেখানে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি বনাম মোহনপুরের জাহানাবাদ ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ভবানীগঞ্জ ফুটবল একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন এমপি।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দাবিতেও মাঠটি উদ্ধার করা যায়নি। স্কুল কর্তৃপক্ষ হাটটি ইজারা দিয়ে রেখেছিল। এখন মাঠটি উদ্ধার হওয়ায় স্কুলের শিক্ষার্থীরা খেলার সুযোগ পাবে। আবার যেনো হাট না বসে, সে উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল সরকার, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
বিডি-প্রতিদিন/শফিক