সুনামগঞ্জের দোয়ারাবাজারে আব্দুল বারিক (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী আফিয়া বেগমকে (৬০) থানায় নিয়ে এসেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বলেন, জমিজমা নিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের পরিবারের সাথে গ্রামের প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিবারের লোকজন এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে কি না সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহত মুক্তিযোদ্ধার স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক