বাগেরহাটের মোরেলগঞ্জে বাসুদেব হালদার নামে এক কীটনাশক ডিলারকে মেয়াদোর্ত্তীন কীটনাশক বিক্রির দায়ে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকাল ৩ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ দে ওই ব্যাবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
এক ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বাসুদেব হালদারের ভাই ভাই কৃষি স্টোরে অভিযান চালায়। দোকান থেকে বিভিন্ন কোম্পানির মেয়াদোর্ত্তীন ওষুধ জব্দ করা হয়। সহকারি কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক