জেলহত্যা দিবসে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ. আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাবেক পৌর চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা সাকাউদ্দিন আহাম্মদ রাজন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, শহর কৃষক লীগ নেতা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
শোক র্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিডি-প্রতিদিন/শফিক