নারায়ণগঞ্জে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) নিয়ন্ত্রণাধীন শুল্ক আদায় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে ডেমরা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ’র আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম. মাহাবুব-উল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র পরিচালক (বন্দর ও পরিবহন) মো. শফিকুল হক, অতিরিক্ত পরিচালক (বন্দর ও পরিবহন) মুহাম্মদ রফিকুল ইসলাম, সদস্য (পরিকল্পনা ও পরিচালক) মো. দেলোয়ার হোসেন, ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) এ.কে.এম আরিফ উদ্দিন, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক (বন্দর) শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক (নৌ সওপ) জহিরুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন