টেকনাফ উপজেলা ও পৌর যুবলীগ এবং ছাত্রলীগের যৌথ উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক জেল হত্যা দিবস। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম।
গতকাল রবিবার পৌরসভার শাপলা চত্বরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সঞ্চালনা করেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি ও পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবির, সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম ধইল্যা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম বাবলু, টেকনাফ উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমদ, উপদপ্তর সম্পাদক মাহাবুবুল আলম মাবু, সদস্য মুজিবুর রহমান খোকন, বশির আহমদ, আবদুল করিম, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ফারুক, টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিক আলম শকু, সাধারণ সম্পাদক সোহেল সিকদার প্রমুখ।
আলোচনা সভায় কোরআন তিলাওয়াত করেন শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ একরাম। এর আগে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ, জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বঙ্গবন্ধুসহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা