বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন এমপি।
উৎসব মুখর পরিবেশে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখের কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শেখ কামরুজ্জামান টুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ মতিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।
সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নের্তৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা তাদের বক্তব্যে কাউন্সিলন উদ্যোশে নেতা হিসেবে ত্যাগী ও দলের প্রতি নিবেদিত প্রাণ নির্লোভ সংগঠকদের বেছে নেয়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার