মানিকগঞ্জ জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকুর নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। আজ বাদ যোহর সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে নামাজে জানাজায় সকল দলমতের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। জানাযা শেষে সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়।
মানিকগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক হোসেন দিপু জানান, রবিবার মানিকগঞ্জের সাটুরিয়ার একটি মামলায় ঢাকার আদালত থেকে জামিন নিয়ে সন্ধ্যায় বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পরে টুকু। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাতটার সময় তিনি মারা যান। কাজী রায়হান উদ্দিন টুকু মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সরকারী দেবেন্দ্র কলেজের জিএসসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করেছেন। তার মৃত্যুতে জেলা যুবদল তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বৎসর। স্ত্রী ও আট বৎসরের এক কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল