নাটোরের গুরদাসপুরে নিজেদের বাল্যবিয়ে নিজেরাই বন্ধ করায় তিনজন শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সাহসীকতার সনদ। বুধবার দুপুরে উপজেলা সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীর হাতে সাহসীকতার সনদ ও বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' বই তুলে দেন ইউএনও তমাল হোসেন।
নিজেদের বাল্যবিয়ে নিজেরাই বন্ধ করে সাহসীকতার পুরস্কার পাওয়া তিনজন শিক্ষার্থী ওই বিদ্যালয়ের শাহানুর (৬ষ্ঠ শ্রেণি), রহিমা(৭ম শ্রেণি) ও সপ্তম শ্রেণির ছাত্রী কামরুন্নাহার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান, শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিগার সুলতানাসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
ইউএনও তমাল হোসেন জানান, গত সোমবার বিকেলে শাহিদা কাশেম পৌর উচ্চ বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী আমাকে ফোন করে তাদের পরিবার থেকে মঙ্গলবার বিয়ে দিবে সেই কথা জানায় এবং বিয়ে বন্ধ করার জন্যে বলে। কারণ তারা পড়াশোনা করতে চায়। এ ব্যাপারে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক