সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু কন্যাকে ধর্ষণের দায়ে হাবু খাঁ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছেরর বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত হাবু শেখ উপজেলার ডায়া খাঁ পাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২২ জুন সকালে উপজেলার হামলা কোলা গ্রামের মোবারক হোসেনের শিশু কন্যা ফাতেমা খাতুন (১১) প্রাইভেট পড়ার জন্য তার বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। যাবার পথে স্কুলের পেছনে পাট ক্ষেতের রাস্তায় তাকে ধর্ষণ করে হাবু খাঁ। পরে শিশু ফাতেমা কাঁদতে কাঁদতে বাড়িতে এসে বিষয়টি তার বাবা-মাকে বলে। এ ঘটনায় তার বাবা মোবারক হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে বিচারক আজ এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী হিসেবে স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল হামিদ লাবলু ও এপিপি অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন এবং আসামি পক্ষের আব্দুল আজিজ আনসার মামলাটি পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার