ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া বাজারে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ব্যবহার নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর ৭৫০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে র্যাব।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পলিথিন বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ওই বাজারের ব্যবসায়ী হিরু মোল্যার ছেলে জুবায়ের মোল্যাকে (২৫) পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬ (ক) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন। জব্দ পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার