ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে গোসল করতে গিয়ে মোক্তার উদ্দিন মুক্তা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় নিহতের বাড়ির পাশেই এ ঘটনাটি।
মোক্তার উদ্দিন উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের মৃত ফটিক শেখের পুত্র।
স্থানীয়রা জানায়, মোক্তার উদ্দিন প্রতিদিনের মতো গোসল করতে পুকুর ঘাটে আসে। পুকুরের পাশেই খেলতে থাকা শিশুদের কেউ দেখে বৃদ্ধ লোকটি এখানে আর নেই। পরে প্রতিবেশীদের ডাক দিলে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার ডুবন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশ।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ তাদের কাছে হস্তান্তর ও অত্র থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল