বগুড়ার আদমদীঘির রক্তদহবিল পাড়ের রাস্তায় অটোরিকশার ধাক্কায় গীতা রানী(৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত গীতা রানী সান্দিড়া জেলেপাড়া গ্রামের মৃত বরেন্দ্রনাথ হাওলাদারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও আদমদিঘি থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রক্তদহবিল পাড়ের রাস্তার মধ্যে উপজেলার সান্দিড়া গ্রামের দুই অটোরিকশা চালক ফেরদৌস ও ইমন একে অপরকে ওভারটেক করার সময় এক বৃদ্ধাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটেক পড়া পথচারী গীতা রানীকে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
বগুড়ার আদমদীঘি থানার এস আই হারুনুর রশিদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায়, ময়না তদন্ত ছাড়াই নিহত বৃদ্ধার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক