বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি মূল্যে কৃষকদের নিকট থেকে রোপা আমন ধান ক্রয়ের লক্ষে লটারি করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। কাঙ্খিত লটারীতে সদর ইউনিয়নে ২৩৪ জন, কুন্দগ্রাম ইউনিয়নে ২৬৯ জন, নসরতপুর ইউনিয়নে ২১২ জন, চাঁপাপুর ইউনিয়নে ২৪৫ জন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে- ২৬৭ জন, সান্তাহার ইউনিয়নে ২০৪ জন ও সান্তাহার পৌরসভায় ৬০ জন মোট ১ হাজার ৪৯১ জন কৃষকের নিকট থেকে সরাসরি সরকার ধান সংগ্রহ করবে বলে জানা গেছে।
এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, মৎস অফিসার মাহাবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, কৃষক প্রতিনিধি জালাল উদ্দিন ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। লটারি ড্র শেষে ধান ক্রয়ের শুভ উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল