কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৫০৭ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে। মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলী ক্যাম্পের সামনে সড়ক থেকে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাহারছড়া এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে মোক্তার আহাম্মদ (২৮)।
একই দিনে টেকনাফে হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পাঁচশত ছাপ্পান্ন পিস ইয়াবাসহ এক কিশোরীকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদে ভিত্তিতে কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল সড়কে বড়ইতলী ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা শপিংব্যাগ তল্লাশি করে ৯শ' ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় মামলা করে আটক মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া অপরদিকে একই দিনে টেকনাফে হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পাঁচশত ছাপ্পান্ন পিস ইয়াবাসহ এক কিশোরীকে আটক করেছে বিজিবি। হোয়াইক্যং চেকপোস্ট থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক কিশোরী হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আব্দুস সালামের মেয়ে সুফাইয়া আক্তার (১৬)।
এদিকে বিকালে টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক ক্ষুদে বার্তায় জানান, টেকনাফের হ্নীলা হতে কক্সবাজারগামী একটি স্পেশাল মিনিবাস হোয়াইক্যং চেকপোস্টে আসলে গাড়িটি তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে একজন যাত্রীর আচরন সন্দেহ হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত নারী সৈনিক দ্বারা ঐ যাত্রীর সাথে থাকা ব্রিফকেসটি তল্লাশি করে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ১৬ লাখ ছেষট্টি হাজার টাকার মূল্যমানের পাঁচ হাজার পাঁচশত ছাপ্পান্ন পিস ইয়াবাসহ এক কিশোরীকে আটক করতে সক্ষম হয়। ইয়াবাসহ আটককৃতকে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল