বগুড়া জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।
সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম। আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় আলোচনায় অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা ও পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ড্যাব নেতা অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর হাসানাত আলী, জেলা বিএনপি নেতা রেজাউর করিম বাদশা, ফজলুল বারী তালুকদার বেলাল।
সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, মহিলাদল সহ বিভিন্ন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/মাহবুব