বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সন্ধ্যা পর্যন্ত ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের প্রায় ৯০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এসময়ে অধিগ্রহণের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকরা বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগে কোন ঘুষ বা ভোগান্তি ছাড়াই ক্ষতিপূরণের চেক পেয়ে খুলনা সিটি মেয়র ও বাগেরহাট সদরের এমপি’র কাছে তাদের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে, মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় অন্যান্যের মধ্যে বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামরুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/শফিক