কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহামম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব মোরশেদ। এছাড়া উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার শামসুল ইসলাম, সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুস সালাম, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, আমির হোসাইন, আব্দুর রহমান, ইউনিয়ন যুবলীগ সভাপতি আক্তার কামাল, আওয়ামী লীগ নেতা সৈয়দ আলম, সব্বির আহমদসহ সেন্টমার্টিন দ্বীপের আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগেরর অসংখ্য নেতাকর্মী।
সম্মেলনের ২য় অধিবেশনে কোন সভাপতি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত বর্তমান সভাপতি মুজিবুর রহমান পূণরায় সভাপতি নির্বাচিত হন এবং সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হোসাইন নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল