মাগুরায় ইয়াবা বিক্রির সময় পুলিশের এক সদস্যসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে শহরের কাচা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো মাগুরা সদরের হাজিপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল আবুল বাসার (২৮) সদস্য নম্বর (৮৩৫) এবং রাজিব হোসেন (২১) নামের এক যুবক।
কনস্টেবল আবুল বাসার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বড়রিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। রাজিব মাগুরা সদরের হাজিপুর গ্রামের মোমিন শেখের পুত্র। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
মাগুরার পুলিশ সুপার খান মহম্মদ রেজোয়ান জানান, বাসারের বিরুদ্ধে ইতিমধ্যে অর্থনৈতিক ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা চলছে।
বিডি-প্রতিদিন/মাহবুব