নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে শ্রমিকদের পাশাপাশি কারখানায় কর্মরত শ্রমিকদের স্ত্রী ও শিশু সন্তানরা অংশ নিয়েছেন। দাবি আদায়ের লক্ষে ৮ ঘণ্টা কর্মবিরতি দিয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে ইউএমসি জুট মিল শ্রমিকরা।
অনশনে মিলে কর্মরত শ্রমিকদের সাথে একাক্ততা প্রকাশ করে শ্রমিকদের সহধর্মীনি ও শিশু সন্তানরা অংশ নেয়।
এ সময় ভাত দে, কাপড়দে নয়তো একটু বিষ দে স্লোগান দেয়া হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪ পযর্ন্ত কর্মসূচি চলবে। বুধবার বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারো শ্রমিক অংশ নেয়। এ সময় মিলের সকল প্রকার উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
এ সময় বক্তারা বলেন, ঘরে চাল নেই। পেটে ভাত নেই। ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে আমাদের শিশু সন্তান ও সহর্ধীনিরাও আমাদের সাথে অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে। দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবি না মানায় ক্ষোভ প্রকাশ করা হয়। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ