কুষ্টিয়ায় ফেনসিডিল পাচারের দায়ে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পাবনা সদর উপজেলার শালগাড়ীয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে আতাউর রহমান আকাশ, মহেন্দ্রপুর গ্রামের সিরাজ বিশ্বাসের ছেলে মো. লিটন ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম আহমেদ রনি। আসামি শামীম আহমেদ রনি রায় ঘোষণার সময আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ২০১৭ সালের ২১ নভেম্বর জেলার মিরপুর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালায়। এসময় তারা একটি প্রাইভেট কারে পাচারের সময় ৩৭৬ বোতল ফেনসিডিলসহ আসামিদের আটক করে। ওইদিন গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল হালিম বাদি হয়ে মিরপুর থানায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম