চাঁপাইনবাবগঞ্জে ৪৫ টাকা কেজি দরে টিসিবির পিয়াজ বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ পিয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। এসময় পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম শহিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল থেকেই পিয়াজ কিনতে গ্রাহকেদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পিয়াজ ছাড়াও প্রতি কেজি চিনি ও মশুর ডাল ৫০ টাকা ও সোয়াবিন তেল ৮৫ টাকা দরে বিক্রি করছে টিসিবি। এদিকে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন বাজারে পিয়াজ ২৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। তবে টিসিবি’র পিয়াজ বিক্রির খবরে আজ বুধবার থেকে বাজারে ১৯০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল