দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে ১০০২ বোতল ফেনসিডিলসহ মো. মোকারম হোসেন নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার ভোর রাতের দিকে বিরামপুর উপজেলার মির্জাপুর মোড়ে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক মোকারম হোসেন (২২) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদপাড়া গ্রামের জয়মুদ্দিনের ছেলে।
বুধবার সকাল ৯টায় র্যাব-১৩ দিনাজপুর সিপিপি-১ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বিরামপুর উপজেলার মির্জাপুর মোড়ে অভিযান চালিয়ে ১০০২ বোতল ফেনসিডিলসহ মোকারম হোসেনকে আটক করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ফেনসিডিলগুলো সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে অধিক লাভের আশায় ঢাকায় পাঠানোর উদ্দেশে ঘটনাস্থলে একত্র করেছিলেন।
পরে র্যাবের নায়েব সুবেদার আব্দুস সালাম বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম