খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে এলপি গ্যাস পরিবেশক ও খুচরা বিক্রেতারদের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে খুচরা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য নির্ধারণ, অগ্নি নির্বাপক ব্যবস্থা, অবকাঠামো ও লাইসেন্সসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন খুলনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক নাজিমুল ইসলাম, সহকারি পরিচালক নাজমুল হাসান ও ক্যাবের সাধারন নাজমুল আজম ডেভিট।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ