ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বাস্তবায়ন ও অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সেমিনার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম স্বাগত বক্তব্য দেন।
এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান, কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম সিয়াম, জেলা বাজার অনুসন্ধ্যানকারী এরশাদ হোসেন বক্তব্য দেন।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, ভোক্তা অধিকার আইনের উপর আগামী দুই মাস খাদ্য ও স্বাস্থ্য বিষয়ের উপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে সব বিষয়ের উপর মনিটরিং করা হবে।
সরকারী বিভিন্ন দফদর প্রধান ছাড়াও উন্নয়ন কর্মী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই সেমিনারে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ