বগুড়ায় ট্রেন চালকের সদিচ্ছায় প্রাণে বেঁচে গেছেন শত শত মানুষ। তবে প্রাণহানি না হলেও রেল লাইনের ওপর অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু দোকানের মালামাল নষ্ট হয়েছে। এ সময় হুড়োহুড়ি করতে গিয়ে বেশ কয়েকজন ক্রেতা-বিক্রেতা আহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার পর বগুড়া রেলস্টেশনের অদূরে হঠাৎ মার্কেটে এ দুর্ঘটনায় ছুটাছুটি করতে গিয়ে আহত তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
জানা গেছে, বগুড়া রেলস্টেশনে ঢাকা থেকে লালমনিরহাটগামী ট্রেন লালমনি এক্সপ্রেসের সাথে দিনাজপুর থেকে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেসের ক্রসিং ছিল। এ কারণে লালমনি এক্সপ্রেস ট্রেনটি বগুড়া রেলস্টেশনে অপেক্ষা করছিল। সে কারণে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ১ নং লাইনের পরিবর্তে ২ নং লাইনে প্রবেশের সিগন্যাল দেয়া হয়। কিন্তু ২নং রেল লাইনের উপর গড়ে ওঠা হঠাৎ মার্কেটের দোকানিরা জানেন না ২ নং লাইনে দোলনচাঁপা ট্রেনটি প্রবেশ করবে। দুপুর দেড়টায় যথাসময়ে দোলনচাঁপা ট্রেনটি ২ নং লাইনে প্রবেশ করতে দেখে আতঙ্কিত লোকজন মালামাল ফেলে দৌঁড়াদৌঁড়ি শুরু করে দেন। স্টেশনের কাছাকাছি হওয়ায় ট্রেনের গতিবেগ কম থাকায় চালক স্বেচ্ছায় ট্রেন থামিয়ে দেন। ফলে বড় ধরণের কোনো প্রাণহানি ঘটেনি।
বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার এসএম আব্দুল্লাহ বলেন, দোলনচাঁপা ট্রেন ভুল করেনি। ট্রেনটি সঠিক লাইনেই প্রবেশ করে। চালক ট্রেন থামানোর কারণে প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।
তিনি আরও জানান, সম্প্রতি রেলের উচ্ছেদ অভিযানে মার্কেটের দোকানগুলো উচ্ছেদ করা হয়। কিন্তুু ২/১ দিন বন্ধ রাখার পর তারা আবারও রেল লাইনের উপর ঝুঁকি নিয়ে দোকান বসিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মরিয়ম বেগম নামের একজন গৃহবধু জানান, তিনি কিছু কেনাকাটা করার জন্য ছিট কাপড়ের দোকানে এসেছিলেন। হঠাৎ ট্রেন দোকানের উপর আসতে থাকলে তিনি দৌঁড়ে প্রাণে রক্ষা পান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম