টাঙ্গাইলে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতরের শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) কর্মসূচির আওতায় শিশুমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা শিশু একাডেমী প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমেদের সভাপতিত্বে ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক নাজনীন সুলতানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
জেলা তথ্য অফিস ৩ দিনব্যাপি এ মেলার আয়োজন করে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম