নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত হয়ে লাল মিয়া (৫৫) নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে মারা গেছেন। নিহত কৃষক উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শালদীঘা গ্রামের তালেব হোসেনের ছেলে।
গত মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকায় বাড়ির পাশের মোড়ে মসজিদের মাঠে ধর্মীয় মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান। তিনি জানান, ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জমি বা পারিবারিকদ্বন্দ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শুরু হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ