ভোলায় পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলা সরকারি স্কুলের মাঠে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজুর সভাপত্বিতে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।
এ ছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চলনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ।
সম্মেলনে নজিবুল্লাহ নাজুকে সভাপতি, শাহ আলী নেওয়াজ পলাশকে সাধারণ সম্পাদক এবং রবীশ্বর হাওলাদারকে সাংগঠনিক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার