বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে অনেক যাত্রী পারাপার হয় এবং স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি হয়। আরও কি করে সুযোগ-সুবিধা বাড়ানো যায় সেজন্য আমি এখানে এসেছি। হিলি স্থলবন্দরে বিদ্যমান যেসব সুযোগ-সুবিধা রয়েছে এগুলোর উন্নয়ন ঘটিয়ে দুই দেশই যেন উপকৃত হয় সেজন্য আজকের পরিদর্শন। যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে বন্দরের কার্যক্রম আরও গতিশীল করা হবে।
শুক্রবার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রংপুর থেকে এখানে আসেন।
এরপর রীভা গাঙ্গুলী দাশ বাংলাদেশের হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয়সহ আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা পরিদর্শন করে ভারতে প্রবেশ করেন। সেখানকার হিলি ইমিগ্রেশন কার্যালয়, কাস্টমস কার্যালয় ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
এছাড়া হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে চলমান আমদানি-রপ্তানি বাণিজ্যে কি-কি সুবিধা-অসুবিধা রয়েছে সে সম্পর্কেও বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব মিত্র, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম , হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেনসহ জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/হিমেল