মহান বিজয় দিবসে দুর্নীতিমুক্ত, পরিচ্ছন্ন ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় ময়মনসিংহে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি ও ময়মনসিংহ সাইক্লিস্টস যৌথভাবে এ শোভাযাত্রার আয়োজন করে।
সোমবার বিকেলে নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু৷
এসময় মুক্তিযোদ্ধা বিমল পাল, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি শংকর সাহা, যুব নাগরিক সোসাইটির সভাপতি শুভ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট মতিউর রহমান ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শোভাযাত্রাটি রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউনহল মোড় ঘুরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার সামনে গিয়ে শেষ হয়। এ বিজয় শোভাযাত্রায় ২৬ টি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের চার শতাধিক সদস্য অংশ নেয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন