ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সহধর্মিনীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। ভোরে বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজারে স্থাপিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, বাঞ্ছারামপুর পৌর সভার মেয়র মো. খলিলুর রহমান টিপু মোল্লা।
পরে বাঞ্ছারামপুর এসএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও স্কুল ও কলেজের শিক্ষার্থীদেও শারীরিক কসরৎ প্রদর্শনের আয়োজন করা হয়।
এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সহধর্মিনীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন