বিতর্কিত রাজাকার তালিকা প্রত্যাহার এবং যাচাইকৃত রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে বরিশালে মানববন্ধন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে রিপোর্টার্স ইউনিটি এই মানববন্ধনের আয়োজন করে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি পুলক চ্যাটার্জী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, রাজাকার তালিকায় অর্ন্তভুক্ত মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তীর মেয়ে জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা রাজাকারের তালিকায় ভাষা সৈনিক, যুদ্ধাহত ও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের নাম থাকায় ঘৃণা প্রকাশ এবং ওই তালিকা প্রত্যাহার করে যাচাই-বাছাই করে রাজাকারের নতুন তালিকা প্রকাশের দাবী জানান। বিতর্কিত তালিকা থেকে নাম প্রত্যাহারের জন্য মুক্তিযোদ্ধারা মন্ত্রণালয়ে কোন আবেদন করবে না, বরং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে বিতর্কিত তালিকা প্রকাশ করেছে তা প্রত্যাহারের দায়িত্ব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কেই নিতে হবে। বক্তারা বিতর্কিত প্রশ্নবিদ্ধ রাজাকার তালিকা প্রকাশের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন