কক্সবাজারের টেকনাফে বিজিবি ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ১৪ হাজার ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কের শীলখালী অস্থায়ী বিজিবি চেকপোস্ট থেকে নুর হোসেনকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া বটতলী এলাকার নুরুল ইসলামের ছেলে।
উক্ত অভিযানে মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া অপরদিকে টেকনাফে অভিযান চালিয়ে ৯ হাজার ৩শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার রাতে মেরিন ড্রাইভ সংলগ্ন ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সামনে থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়। আটক শওকত আলী (২৩), বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার ফরিদ আহাম্মদের ছেলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ